মোঃ নুর হোসাইন-
নোয়াখালীর সেনবাগের বীরকোর্ট পূর্ব পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী ) রাত ১০টায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোর্ট পূর্ব পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ ইং ৪র্থ বার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বীরকোর্ট পূর্ব পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসএ টিভি ও এসএ গ্রুপের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর। রবিউল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইউনুছ পাটোয়ারী বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মজুমদার, সমাজসেবক মোঃ রুহুল আমিন, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ কামাল উদ্দিন প্রমুখ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ২নং কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান।
বীরকোর্ট পূর্ব পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় স্বাধীন একাদশ বনাম ফয়হা কালেকশন এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় স্বাধীন একাদশ চ্যাম্পিয়ন ও ফয়হা কালেকশন রানার্সআপ হয়। উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিপুলসংখ্যক দর্শক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply