স্টাফ রিপোটার-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনা শেষে অবশেষে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে নৌকা প্রতীকের সব প্রার্থীরা জয়লাভ করেছেন।
রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
নোয়াখালীর ৬টি সংসদীয় আসনের চূড়ান্ত ফলাফল :
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) – আওয়ামী লীগের এইচ এম ইব্রাহিম নৌকা প্রতীকে ১, ৫৯,২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী এ কে এম সেলিম ভ‚ঁইয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে পেয়েছেন ২,৮১৯।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম নৌকা প্রতীকে ৫৬,১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আতাউর রহমান ভ‚ঁইয়া কাঁচি প্রতীকে পেয়েছেন ৫২,৮৬৩।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরণ নৗকা প্রতীকে ৫৬,৪৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে মিনহাজ আহমেদ জাবেদ পেয়েছেন ৫১, ৮৮৫।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একরামুল করিম চৌধুরী ১, ২৮,৭৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে শিহাব উদ্দিন শাহীন পেয়েছেন ৪৭,৫৭৩।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নৌকা প্রতীক নিয়ে ১, ৮১, ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৯,৭০২।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী ১,৯৩,৭১৫ ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মুশফিকুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৩৬।
Leave a Reply