সংগ্রহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ ভোটকেন্দ্রে আগুন দেওয়া বড় কোনো ঘটনা নয়। অন্যান্য সময় এর চেয়েও বেশি ঘটনা হয়ে থাকে।
রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়া বাচা ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোটের পরিবেশ খুব ভালো রয়েছে। সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। কোথাও কোনো টু-কথা বলার কেউ নেই। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার একসঙ্গে কাজ করছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বড় কোনো ঘটনা নয়। ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি নাশকতার বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসতে না পেরে অগ্নিসন্ত্রাস করছে। গত ২৪ ঘণ্টা ২১টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। ট্রেনে গানপাউডার মারছে। বাসে আগুন দিচ্ছে। ভোটকেন্দ্রে হামলা করছে, মানুষকে পুড়িয়ে মারছে।
ভোটার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, রাজধানীতে ভোটার সংখ্যা সন্তোষজনক, সকালের দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। ঢাকার ভোটাররা মাইগ্রেশন হয়েছে। গণপরিবহণ চালু রাখা হয়েছে। এ কারণে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে জানান তিনি।
বাচা স্কুলে দেখা যায়, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন। এখানে পুরুষ কেন্দ্রের ভোটার সংখ্যা ৫ হাজার ৯৮২ জন, আর নারী কেন্দ্রের ভোটার সংখ্যা ৮ হাজার ৫৪২ জন।
Leave a Reply