শিরোনাম
চাটখিলের বাদুলী জামে মসজিদের নুতন কমিটি গঠন আদিলের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ছাত্রলীগ নিষিদ্ধের খবরে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ    ঘূর্ণিঝড় ‘দানা’: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ আওয়ামীলীগ নিষিদ্ধ ও আদালতে আওয়ামীলীগের শ্লোগানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কোর্ট পি.পির কক্ষে তালা   ২ দিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল নোয়াখালীতে আদালত প্রাঙ্গণে আ.লীগ নেতাকর্মিদের স্লোগান হাতিয়ায় সোনাদিয়া চৌরাস্তা বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন ৭২-৭৫ সালের শাসনামলে মুজিববাদ ও রক্ষীবাহিনী মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়:সমন্বয়ক হান্নান মাসউদ  লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফ গ্রেপ্তার

স্বতন্ত্রের লোকজনকে নৌকার প্রার্থীর হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১৫ Time View

মো: নূর হোসাইন
নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের নৌকার প্রার্থী মোরশেদ আলম স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমানের লোকজনকে হয়রানির অভিযোগ উঠেছে। নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের ব্যাপক জনসমর্থন এবং মানুষের গণজোয়ার তৈরি হওয়ায় ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন বলে অভিযোগ এ স্বতন্ত্র প্রার্থীর।
বুধবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী আতাউর রহমান এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় ব্যাপক জনসমর্থন এবং মানুষের গণজোয়ার তৈরি হয়েছে আমার পক্ষে। শুধু তাই নয় এই গণজোয়ারে সামিল হয়েছে এ উপজেলায়, পৌরসভা ও ইউনিয়নের সর্বস্তরের নেতারা। নিয়মিত আমরা বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার প্রতিপক্ষ নৌকার প্রার্থী মোরশেদ আলম আমার পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন নাটক সাজাচ্ছেন।’
তিনি বলেন, ‘গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের লালিত কিশোর গ্যাং ও হেলমেট বাহিনি ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আমার নির্বাচনী প্রচারণার সভায় আমার নেতাকর্মীদের অস্ত্র দিয়ে গুলি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে আমার এক নারী সমর্থকের বাড়িতে গিয়ে প্রথমে ৫ রাউন্ড গুলি করে, হাতবোমা মারে, ককটেল বিস্ফোরণ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলমেট বাহিনি তাদের বাড়িঘর ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়। এ ঘটনার লিড দিয়েছে এলাকার শীর্ষ সন্ত্রাসী হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরাভ হোসেন সুমন। যে কিনা এর আগে স্বতন্ত্রের পক্ষে ভোট করলে পিটিয়ে মেরা ফেলবে বলে প্রকাশ্যে হৃমকি দেয়, এমন ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আমরা অভিযোগ ও মামলা করেছিলাম তাও সে ঘটনার কোনো প্রতিকার পাইনি। এ হেলমেট বাহিনি সন্ধ্যা হলেই বহিরাগতদের নিয়ে বের হয়ে অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং আমার নেতাকর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে প্রতিনিয়ত।’
তিনি আরও বলেন, ‘গত সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখেছি এবং আপনাদের সংবাদমাধ্যমে দেখেছি সোমবার বিকেলে কেশারপাড় ইউনিয়নের দমদমা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক লোকে সমাবেশ চলাকালীন শতশত নেতাকর্মীর সামনে স্টেজে মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। শত হলে ৭৮ বছরের বয়োবৃদ্ধ আমাদের এমপি তিনি। এ ঘটনার পর আমি নিজেও আমার ফেসবুকে পোস্ট করে এ ঘটনার নিন্দা জানিয়েছি। কয়েকটা পত্রিকায় ও টিভিতে দেখেছি এমপিকে জুতা দিয়ে পেটানো ওই লোক মানসিক ভারসাম্যহীন আবার কেউ কেউ সংবাদ করেছে মোরশেদ আলমের নিকটতম লোকজনের দ্বারা তাদের পরিবার বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছিল তাই রাগে ক্ষোভে সে প্রকাশ্যে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল এমপি মোরশেদ আলমকে। কিন্তু এর পরপরই নতুন করে নাটক সাজিয়েছে তারা।’
এ স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী বলেন, ‘আমার নির্বাচনের দায়িত্বে থাকা লোকজনকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছেন। তারা মামলায় উল্লেখ করেছে ধারাল অস্ত্র দিয়ে নাকি তাকে হত্যা চেষ্টা করেছে, অথচ ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে জুতা দিয়ে একজনে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল। তারা দেউলিয়া হয়ে এখন মিথ্যা ও বানোয়াট মামলার খেলায় নেমেছে। মামলা দিয়ে জনগণকে দমিয়ে রাখতে পারবে না। জনবিস্ফোরণ ঘটবে আগামী ৭ তারিখে কাঁচি মার্কার। আমাদের বিজয় উৎসবের মাধ্যমে মামলাবাজ হেলমেট বাহিনিদের জবাব দিবে জনগণ|
তিনি বলেন, ‘আমি বারবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনাগুলোর বিরুদ্ধে অভিযোগ দেয়ার পরেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অস্ত্র উদ্ধার করতে পারেনি। হেলমেট বাহিনির সেকেন্ড ইন-কমান্ড সৌরভ হোসেন সুমনকে আটক করতে পারে নি। উদ্ধার করা হয়নি অস্ত্র, ঠেকানো যায়নি বহিরাগত সন্ত্রাসীদের আগমন, আমার পোস্টার ছেঁড়ার অভিযোগ এখনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *